কোনও বোর্ডের দশম ও দ্বাদশের অফলাইন পরীক্ষা বাতিল করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। বরং অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে যে মামলা দায়ের করা হয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে। কড়া ভাষায় শীর্ষ আদালত বলেছে, ‘এই ধরনের মামলা বিভ্রান্তিকর। পড়ুয়াদের বৃথা আশা দেখায়।’বুধবার শুনানিতে গত বছরের সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করেন মামলাকারী অনুভা শ্রীবাস্তব সহায়ের আইনজীবী প্রশান্ত পদ্মানাভন। যে রায়ে করোনাভাইরাস পরিস্থিতিতে বিকল্প মূল্যায়ন প্রক্রিয়ার কথা বলা হয়েছিল। যদিও সেই সওয়ালে চিঁড়ে ভেজেনি। বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সিটি রবি কুমারের বেঞ্চ জানিয়ে দেয়, অতীতে কী হয়েছে, তার ভিত্তিতে বর্তমানে ছাড় মিলবে না। গত বছর করোনাভাইরাস মহামারীর বিশেষ পরিস্থিতির (করোনার দ্বিতীয় ঢেউ) বিষয়টি বিবেচনা করে রায় দেওয়া হয়েছিল।বিচারপতি খানউইলকর বলেন, ‘পড়ুয়াদের বৃথা আশা দেখায় এই ধরনের মামলা। এরকম মামলায় গুরুত্ব দিয়ে শুধুমাত্র পুরো কাঠামোয় বিভ্রান্তি বাড়ছে। কী ধরনের আবেদন দাখিল করা হচ্ছে? কর্তৃপক্ষকে (বিভিন্ন বোর্ড) সিদ্ধান্ত নিতে দেওয়া হোক। তারপর সেই নিয়মের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন।' তিনি আরও বলেন, ‘এই ধরনের মামলা বিভ্রান্তি তৈরি করবে। গত তিনদিন আমরা চারিদিকে খবর দেখছি। কীরকম আবেদন দাখিল করা হচ্ছে এবং তা নিয়ে প্রচার করা হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। এটা বিভ্রান্তি তৈরি করবে।' এমনকী মামলাকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দেয় শীর্ষ আদালত। শেষপর্যন্ত অবশ্য সেই পথে হাঁটেনি তিন সদস্যের ডিভিশন বেঞ্চ।
Topics:-
Bord Exam 2022 | Madhyamik 2022 | WBBSE